শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
বরিশালে নতুন দাদুর আর্বিভাব হয়েছে।মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারকে এখন তার অনুসারীরা দাদু বলে ডাকছেন।
এর পুর্বে বরিশালে২০০১-৬ সালে বিএনপির ক্ষমতামলে প্রভাবশালী নেতা সাবেক মেয়র ও হুইপ মজিবুর রহমান সরোয়ার কে তার অনুসারীরা ভালোবেসে দাদু নামে ডাকতেন।যদিও ঐ সময়ে জিয়া উদ্দিন সিকদার সরোয়ারের অনুসারী ছিলেন। বর্তমানে বিএনপির সদস্য সচিব জিয়া নগরীতে চলাফেরা করেন অনেক মোটরসাইকেল বহর নিয়ে।নগরীতে গুঞ্জন আছে জিয়া এখন পরিবহন সেক্টর এ নতুন মাফিয়া রুপে আর্বিভুত হচ্ছেন। যদিও গেল ৫ আগষ্টের আগে জিয়া উদ্দিন সিকদার এতটা প্রভাব নিয়ে চলতেন না।পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি বরিশালে প্রভাব বিস্তার করতে চাইছেন। একাধিক সুত্র বলছে, জিয়া উদ্দিন সিকদার নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে সকলের কাছে জাহির করেন।প্রায় সকল কর্মসূচীতে তিনি তারেক রহমানকে ব্যবহার করেন।ভাবটা থাকে এমন যেন কিছুক্ষন পুর্বেই কথা হয়েছে তারেক জিয়ার সাথে। কিন্তু কাজ করেন উল্টো।দলের চেয়ারম্যানের নির্দেশনা ছিল কোথাও কোন দখল করা যাবে না।অথচ তিনি নিজেই একটি কমিটি করে রুপাতলি বাস মালিক সমিতির আহবায়ক বনে গেছেন। প্রায় প্রতিদিন তিনি সমিতি থেকে ২০/২২ হাজার টাকা গ্রহন করেন।তার একক সিদ্ধান্তে বরিশালে আওয়ামী লীগের নেতা বিশেষ করে যারা ধনাঢ্য তারা প্রত্যেকে মামলা থেকে বেচে গেছে। এছাড়াও তার সাথে বর্তমানে চলাচলকারী মোটরসাইকেলম্যানরা পুর্বে রুপাতলি মালিক সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা কাওছার হোসেনের সাথে চলত।তিনি পালিয়ে যাওয়ার পরে এরা সবাই এখন জিয়ার লোক হয়েছে। জানা যায় , মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া একাই নগরের বিভিন্ন এলাকায় হাট বাজার দখলে নিচ্ছেন।
এ বিষয়ে জানতে জিয়া উদ্দিন সিকদার কে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।
Leave a Reply