শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
বরিশালে বিএনপির দলীয় চেয়ারম্যান ও কেন্দ্রের কড়া নির্দেশনা উপেক্ষা করে চলছে দখল বাণিজ্য। মৎস্য ঘাট, বাস টার্মিনাল সহ সরকারি বিভিন্ন স্থাপনা দখলে মরিয়া হয়ে উঠেছে বিএনপি’র একটি গ্রুপ। রাজনৈতিক মাঠ ফাঁকা থাকায় তারা এই দখল বানিজ্যে নেমেছে। অথচ এহেন কর্মকাণ্ড না করতে দলের পক্ষ থেকে কড়া নির্দেশনা রয়েছে। যারা এ সমস্ত কর্মকাণ্ড করছে তারা ৫ আগষ্টের আগেও ছিল পলাতক।তারা এখন বাঘা নেতায় রুপান্তরিত হয়েছেন।ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বরিশাল নগরীতে আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর সেই সুযোগে বিভিন্ন স্থাপনা দখলে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
অভিযোগ পাওয়া যাচ্ছে বরিশালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতটাই বেপরোয়া হয়ে গেছে তারা চাঁদাবাজি, দখলবাজিতে নেমেছে প্রকাশ্যে।নগর যুবদলের এক নেতা(বিষয়টি সমাধান হওয়ায় নাম প্রকাশ করা হলো না) বছর খানেক আগে আর্থিক একটি ঝামেলায় জড়িয়ে থানায় অভিযোগ দিয়েছিলো তার বিপরীত পক্ষ।পরে থানায় ওসি তদন্ত বিষয়টি সমাধান করেন ও যুবদলের ঐ নেতা কিছু টাকাও পরিশোধ করেন।কিন্তু ৫ আগষ্টের পর থেকে তিনি পুলিশের ঐ কর্তাকে তার পরিশোধকৃত টাকা অন্যায়ভাবে দাবী করেন।না এনে দিতে পারলে তাকে ১ লক্ষ টাকা দিতে হবে বলে এসএমএস করে জানিয়ে দেন।পরে পুলিশের ঐ কর্তার কাছ থেকে শুনে বিএনপিপন্থী এক সাংবাদিক ও দলের সিনিয়র এক ব্যক্তি বিষয়টি দামাচাপা দেন।
ঘটনা -২: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের ভাই ও আত্মীয়রা মিলে ৫ আগষ্ট রাত থেকে আস্ত একটি জলাশয় ভরাট শুরু করে। যার ফলে দীর্ঘদিনের সাংগঠনিক তকমা লাগানো শিরিনের সব পদ স্থগিত করে কেন্দ্র। এখন পুকুর ভরাট বন্ধ শুধু নয় বালিও উঠিয়ে নিচ্ছে শিরিনের পরিবার। তবুও পদ ফিরে পায় নি শিরিন।
শিরিনের এ বিষয়টি শিক্ষা হিসেবে না নিয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার অভিনব কৌশল অবলম্বন করে দখলে নিয়েছে বরিশালের গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল রুপাতলি মিনিবাস মালিক সমিতি। বাস টার্মিনালের তিন বছর মেয়াদি কমিটি বাদ দিয়ে নিজেই কমিটি গঠন করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।
নাতি কালাম নামে একজনের নেতৃত্বে প্রতিটি গাড়ি থেকে চাঁদা তোলা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আবুল কালাম ওরফে নাতি কালাম বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়ন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নামে দখলে নিয়েছেন।
শ্রমিকরা জানিয়েছেন, রূপাতলী বাস মালিক সমিতির ১০১টি বাস থেকে দিনে ২০ থেকে ২২ হাজার টাকা চাঁদা তোলা হয়।
রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, আমাদের কমিটির বয়স হয়েছে মাত্র ছয় মাস। কমিটির মেয়াদ তিন বছর হলেও বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার নতুন একটি কমিটি করেছেন। ৫ আগস্ট বাস টার্মিনাল বিএনপির লোকজন দখল করে নিয়ে গেছে। আমরা বাস টার্মিনালে উঠতে পারি না।
মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বাস মালিক সমিতি হচ্ছে একটি ব্যবসায়িক সমিতি। ব্যবসা পরিচালনার জন্য এর কাঠামোগত প্রক্রিয়া সবসময়ে সচল রাখতে হয়। কিন্তু আগের কমিটির লোকজন আওয়ামী লীগ সরকার পতনের পর কেউ আসছিলেন না। মালিকরা অনেকভাবে যোগাযোগ করেছেন। তারা বলেছেন, তারা আসতে পারবেন না। এ জন্য সাধারণ সভা করে আমাকে কনভেনর করেছে, নতুনভাবে কার্যক্রম শুরু করেছে।
অন্যদিকে বাস টার্মিনাল দখলে নিতে গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে ২৫ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক রাজিব হোসেন মোল্লা তার অনুসারীদের নিয়ে টার্মিনালের কাছে পৌছালে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের অনুসারীরা তাকে ধাওয়া দেয়।এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬/৭ জন।পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নতুল্লাবাত বাস টার্মিনাল দখলে নিয়েছে সরোয়ারের ছোট ভাই :
বিগত ১৫ বছরে আন্দোলন সংগ্রামের কোন জায়গায় পাওয়া যায় নি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ারের ভাই মোশাররফ হোসেন কে।কিন্তু ৫ আগষ্টের পর থেকে নতুল্লাবাত বাস টার্মিনাল দখলে নিয়েছেন তিনি। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
Leave a Reply